অনলাইন ডেস্ক : ইংল্যান্ডের কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার অধীনে তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন দেশে আনতে যাচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বেক্সিমকো জানিয়েছে, ২০২১ সালের জানুয়ারি নাগাদ এই ভ্যাকসিন দেশে আনা হবে।
অক্সফোর্ডের ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিতে এরইমধ্যে ভারতের সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার সাথে বিনিয়োগ চুক্তি করেছে বেক্সিমকো।
দেশের শীর্ষস্থানীয় এই ওষুধ কোম্পানি সেই চুক্তির ব্যাপারে বলছে, চুক্তির শর্ত অনুযায়ী ভ্যাকসিনের ‘এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’ হিসেবে অগ্রাধিকার পাবে বেক্সিমকো।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস প্রধান পরিচালক কর্মকর্তা রাব্বুর রেজা বলেন, আমরা পৃথিবীর প্রথম কোম্পানি হিসেবে রেমডিসিভির লঞ্চ করেছি। সেই সঙ্গে প্রতিটা সরকারি হাসপাতালে ওষুধটি ফ্রি দিয়েছি। আমরা এখনও চেষ্টা করছি আর কি কি উপায়ে সরকারকে সাহায্য করা যায়।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনের ব্যাপারে আশার বাণী শুনিয়ে বেক্সিমকো বলেছে, ওষুধের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে সর্বোচ্চ চেষ্টা করবো আমরা।