বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় নির্মাতা এবং অভিনেতা কাজী হায়াৎ। টিকা নেওয়ার পরও তিনি সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। তার কোভিডে আক্রান্তের খবর নিশ্চিত করেছেন তিনি নিজেই।
কাজী হায়াৎ বলেন, আমি করোনাভাইরাসের টিকা নিয়েছি গত ২ মার্চ। এরপর থেকেই জ্বর আসে, ঘ্রাণশক্তি হ্রাস পাচ্ছিল। পরে ৮ মার্চ আমি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষা করাই। তকাল করোনা পজিটিভ আসে। এখন আমরা হোম কোয়ারেন্টিনে আছি।
প্রসঙ্গত, সামনেই চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন কাজী হায়াৎ। গতকাল তিনি নিজে এফডিসিতে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আর এর কিছুক্ষণ পরই তিনি জানতে পারেন, তিনি করোনা পজিটিভ।