স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদটি নির্মাণের কোনো অনুমোদন ছিল না। এভাবে অনুমোদন না নিয়ে মসজিদ নির্মাণের কারণে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। আর এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় কত লোকের প্রাণহানি হলো।
বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় ২৯ জনের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ওই মসজিদটি তৈরি করা হয়েছিল তিতাস গ্যাস লাইনের উপরে। মসজিদ নির্মাণের কোনো অনুমোদন ছিল না। এসময় ভবিষ্যতে দুর্ঘটনা এড়িয়ে চলতে নিয়ম-নীতিমালা মেনে স্থাপনা নির্মাণের আহ্বান জানান তিনি।
করোনা ভ্যাকসিনের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশের সাথেই ভ্যাকসিনের ব্যাপারে যোগাযোগ রাখছি আমরা। যেখানেই করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করা হোক না কেন, বাংলাদেশের মানুষের জন্য তা সংগ্রহ করা হবে।
এছাড়াও সময়মত ব্যবস্থা নেয়ায় করোনায় মৃতের হার কমানো গেছে বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা।