আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় মসজিদুল হারামের একটি ফটকে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ফটকে সজোরে ধাক্কা দেয়ার মত ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি। শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ি দিয়ে হামলা চালানোর চেষ্টার অভিযোগে ওই চালককে গ্রেপ্তার করা হয়েছে। মসজিদুল হারামের দক্ষিণাঞ্চল স্কয়ার দিয়ে গাড়িটি ট্রাফিক আইন ভঙ্গ করে দ্রুতগতিতে ছুটে চলছিল।
প্রতিবেদনে আরো বলা হয়, একজন সৌদি নাগরিক ‘অস্বাভাবিক অবস্থায়’ গাড়িটি চালাচ্ছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। ওই ব্যক্তিকে পাবলিক প্রসিকিউশন দফতরের অধীন সোপর্দ করা হয়েছে।
আরব নিউজের একটি ভিডিওতে দেখা যায়, একটি দ্রুতগামী প্রাইভেট কার মসজিদের সামনে দেয়া ব্যারিকেড ভেঙে মসজিদের একটি ফটকে আঘাত করে। নিরাপত্তার স্বার্থে নিয়োজিত কর্মীরা তাৎক্ষনিক সেখানে ছুটে যান এবং গাড়ির চালককে আটক করেন।