স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বাইতুস সালাত জামে মসজিদে নামাজ চলাকালীন সময়ে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ৪০ জনের মত দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।
আহতদের এখন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।
শুক্রবার(৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে এশার সালাত আদায় করার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, হঠাৎ করেই ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় রাত পৌনে ৯টার দিকে বিকট শব্দে এসি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সাথে সাথে মসজিদে নামাজরতদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এসময় ছোটাছুটি করে বের হতে গিয়ে প্রায় ৪০ মুসল্লির শরীর দগ্ধ হয়।
তাদের কয়েকজনকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। বার্ন ইউনিটের ডাক্তার সামন্ত লাল সেন গণমাধ্যমকে জানান, নারায়ণগঞ্জের দুর্ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে নিয়ে আসা হয়েছে। আমরা তাদের পর্যবেক্ষণ করছি, কিছুক্ষণ পর তাদের শারীরিক অবস্থা জানা যাবে।