স্টাফ রিপোর্টার : গত শুক্রবার(৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের এক মসজিদে বিস্ফোরণে ২৩ জন নিহতের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। অবহেলার দায়ে অজ্ঞাতদের আসামি করে এ মামলা দায়ের করা হয়েছে।
এ মামলা দায়ের করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় এসআই হুমায়ুন কবির। মামলায় মসজিদের বিদ্যুৎ, গ্যাস কর্মকর্তা এবং মসজিদ কমিটির গাফিলতির অভিযোগ আনা হয়েছে।
মামলা করা হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জের এসপি জায়েদুল আলম গণমাধ্যমে জানান, পশ্চিম তল্লা এলাকায় একটি মসজিদে বিস্ফোরণের ঘটনায় গতকালই মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তাদের রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
উল্লেখ্য, গত শুক্রবার নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে নামাজ পড়ার সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই অন্তত ৪০ জন দগ্ধ হন, তাদের মধ্যে ৩৭ জনকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জনের মৃত্যু হয়। চিকিৎসক সূত্রে জানা গেছে, বাকিরা এখনও আশঙ্কামুক্ত নন।