স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আজকে ছাত্র আন্দোলনে ক্ষমতার লোভ ঢুকেছে। ছাত্রদের নৈতিক অবক্ষয় হয়েছে। ভোগবাদিতা ঢুকেছে। এটি তাদের দোষ নয়, বরং এটি রাজনীতির দোষ। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন মিলনায়তনে বাংলাদেশ ছাত্রমৈত্রী জেলা শাখার ১৫তম জেলা কাউন্সিলে ভার্চুয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রাশেদ খান মেনন এমপি আরো বলেন, যখনই দেশে দুর্বৃত্তায়ন ঘটেছে, বিচার হীনতার সংস্কৃতি প্রবল ভাবে উস্কে উঠেছে, ধর্ষণ মহামারী রূপ নিয়েছে। তখন ছাত্ররাই এগিয়ে এসে লড়াই শুরু করেছে। তারা অনেক বেশি সাহসি লড়াই করছে। জেলা ছাত্রমৈত্রীর আহবায়ক মুহয়ী শারদ’র সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম আহবায়ক ফাহিম মুনতাছির এর সঞ্চালনায় কাউন্সিলের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি ফারুক আহমেদ রুবেল। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট আকসির এম চৌধুরী।