স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজইবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতা করার কারণে হেফাজতে ইসলামের এক নেতা মাওলানা মামুনুল হকের সমালোচনা করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। তিনি বলেন, দেখতে পেলাম একজন মামুনুল হক মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করে চ্যালেঞ্জ করছেন। শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করছেন। মাথায় কি বুদ্ধি কম? শেখ হাসিনা তো অনেক ওপরের বিষয়। সারা দেশে যুবলীগের সঙ্গে লড়ে দেখেন। মাঠে আসেন, দেখেন, খেলা হবে। আজ চট্টগ্রাম নগরের পুরোনো রেলস্টেশনে যুবলীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মামুনুল হককে উদ্দেশ্য করে নিক্সন চৌধুরী আরো বলেন, কোন দেশের টাকা খেয়ে হঠাৎ করে চাঙ্গা হয়ে গেছেন? ফাপরবাজি করবেন না। যুবলীগের সঙ্গে এক মিনিট লড়াই করার ক্ষমতা আপনাদের নেই। তাই দালালি করা ছেড়ে দেন।
এটা স্বাধীন বাংলাদেশ উল্লেখ করে নিক্সন চৌধুরী বলেন, যুবলীগের মাথা থেকে পা পর্যন্ত কলিজা। আমরা মাঠে নামলে এক সেকেন্ডও দাঁড়াতে পারবেন না। যদি সাহস থাকে তবে মাঠে আসেন, খেলা হবে।
উল্লেখ্য, এর আগে ঢাকার ধোলাইপাড় এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মামুনুল হক এক সমাবেশে ভাস্কর্য নির্মাণের সমালোচনা করেন। এ সময় তিনি ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে বিভিন্ন মন্তব্য করেন। ভাস্কর্য তৈরি হলে তা বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে বলেও উক্ত সমাবেশে বলেন তিনি।