স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস মহামারি রুখতে দেশের সর্বত্র কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার নির্দেশনা দিয়েছে সরকার। এখন থেকে মাস্ক পরিধান না করে ঘর থেকে বেরুলে ৫০০ টাকা জরিমানা করা হতে পারে, এমনকি কয়েকদিনের জেলও খাটতে হতে পারে। সামনের সপ্তাহটি এভাবে দেখা হবে। যদি তাও অবস্থার পরিবর্তন না ঘটে, তবে আরো কঠোর অবস্থানে যাওয়ার কথা জানিয়েছে সরকার।
আজ সোমবার ( ৩০ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।
উক্ত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রান্ত থেকে অনলাইনে যুক্ত হয়েছিলেন।
সচিব বলেন, আগেই আমরা বলেছি, এ সপ্তাহ থেকে আরেকটু শক্ত অবস্থানে যাব। আমার মনে হয়, ঢাকার বাইরে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। ডিসিরা বলছেন, জেলা সদরে মানুষ মোটামুটি সতর্ক হচ্ছে। ঢাকা শহরে বোধহয় এখনও পুরোপুরি সকর্ত হয়নি। তবে মোটামুটি একটা বার্তা যাচ্ছে যে, জরিমানা হয়ে যাবে ৫০০ টাকা।
তিনি আরও বলেন, আমরা নির্দেশনা দিয়েছি, মাস্ক ছাড়া কাউকে দেখলে জরিমানা করো। যদি তাতে না হয় তবে এরপর থেকে জেলে যেতে হবে। সাধারণ মানুষ কথা না শুনলে আমাদের তো আর কিছু করার নেই। তাই আমরা সামনের সপ্তাহ ৭ থেকে ১০ দিন দেখবো, এরপর প্রয়োজনে আরো কঠোর অবস্থানে যাবো।