স্টাফ রিপোর্টার : অ্যাটর্নি জেনারেল ও সুপ্রীম কোর্টের প্রবীণ আইনজীবী মাহবুবে আলমের দাফনকাজ সম্পন্ন হয়েছে। আজ বেলা ১ টার দিকে তাকে মিরপুরের দ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার নামাজে জানাজা সম্পন্ন হয়। এরপর সহকর্মী, বিভিন্ন সংগঠন এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর তরফ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
জানাজার পর মাহবুবে আলমের কফিনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এর আগে, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার সময় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে(সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহবুবে আলম।
উল্লেখ্য, জ্বর ও গলাব্যাথা নিয়ে গত ৪ সেপ্টেম্বর করোনা শনাক্তের পরীক্ষা করান। এরপর তার করোনা পজিটিভ ধরা পড়লে প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি সিএমএইচ হাসপাতালে ভর্তি হয়ে যান। চিকিৎসা গ্রহণের পর করোনা ভাইরাস নির্মূল হলেও শারীরিক নানা জটিলতার কারণে তার স্বাস্থ্যের অবস্থা দিনদিন অবনতির দিকে যাচ্ছিল। পরে গত ১৯ সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয় এবং পরবর্তীতে তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায়ই ইন্তেকাল করেন তিনি।