স্টাফ রিপোর্টার : পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল থেকে এক কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় ওই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার ভোররাতে মিন্টু নামের ওই আসামি হাসপাতাল থেকে পালিয়ে যায়। পরে শনিবার(২৯ আগস্ট) তাকে বাবুবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, টাঙ্গাইলের কারাগারের বন্দি ছিলেন মিন্টু। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে গত ১২ আগস্ট ঢাকায় উন্নত চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে আসা হয়। পরে কিছুটা সুস্থ হলে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার(কেরাণীগঞ্জ) এ নিয়ে যাওয়া হয়।
কিন্তু গতকাল হঠাৎ করে তার শরীর খারাপ হলে তাকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল হাসপাতাল(মিটফোর্ড) এ ভর্তি করা হয়। রাতের বেলা তিনি কৌশলে পালিয়ে গেলেও পরে ধরা পড়েন।
উল্লেখ্য, মিন্টু মাদক মামলার আসামি। শ্বাসকষ্ট, বুকে ব্যথাসহ নানা অসুখে ভুগছেন তিনি। তার পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা ৩ কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে কারা-কর্তৃপক্ষ।