স্টাফ রিপোর্টার : আওয়ামী সাধারণ সম্পাদক এবগ্ন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের উন্নয়ন এবং সমৃদ্ধির কথা শুনলেই বিএনপির গায়ে জ্বালা ধরে। তারা শুধু নিজেদের অংশটুকুই শুনতে পায়। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে প্রতিদিন মিথ্যাচারের ঢোল পেটানোই এখন বিএনপির একমাত্র রুটিং ওয়ার্ক।
শুক্রবার জাতীয় সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ জিম্মি নয় বরং দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ হাওয়া ভবনতন্ত্রের জুলুম ও মিথ্যাচার থেকে। বিএনপি মহাসচিবের এক অভিযোগের প্রেক্ষিতে কাদের বলেন, বিএনপি তাদের স্বভাব মত সরকারের বিরুদ্ধে অবিরাম অসত্য অভিযোগের তীর ছুঁড়ে যাচ্ছে। দেশের অগ্রগতি এবং উন্নয়ন তাদের চোখে পড়ে না বলেই তারা সরকারের কোনো অর্জন দেখতে পায় না।