স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে টেস্ট জিততে হলে রেকর্ড করতে হবে ওয়েস্ট ইন্ডিজের। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের করা ২২৩/৮ রানের সুবাদে ৩৯৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নামে উইন্ডিজরা। শুরুটা ভালো করলেও ওপেনিং জুটি ভেঙে দিয়ে ব্যাটসম্যানদের বেসামাল করে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। প্রথমে জন ক্যাম্পবেলকে আউট করে দিয়ে ৩৯ রানের জুটি ভেঙে দেন তিনি। আর এরপর দ্রুতই সফরকারী অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে (২০ রান) সাজঘরের পথ ধরান মিরাজ।
সাকিবের পরিবর্তে নামা ইয়াসির আলীর দুর্দান্ত ক্যাচে পরিণত হন ব্র্যাথওয়েট। অভিষিক্ত শেন মোজলি (১২ রান) এলবিডব্লিউয়ের ফাঁদে পড়লে তৃতীয় উইকেটের দেখা পান মিরাজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ৩ উইকেটে ৬০ রান। জয়ের জন্য প্রয়োজন ৩৩৫ রান। এনক্রুমাহ বোনার ৪ ও কাইল মেয়ার্স অপরাজিত রয়েছেন ১ রানে।