মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুরণী এলাকায় ট্রাকের ধাক্কায় বাসের যাত্রীসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
শুক্রবার (০৪ নভেম্বর) ভোরে কুরণী এলাকায় কর্নেল ফারুকের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় ফতেপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ট্রাকটি কুরণী এলাকায় এসে দাঁড়ানো বাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাস এবং ট্রাকে থাকা ৬ জন নিহত ও ৫ জন আহত হন।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন বলেন, ট্রাকের ধাক্কায় বাসে থাকা যাত্রীসহ ৬ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।