স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন পাকিস্তানের অন্যতম বিশ্বস্ত খেলোয়াড় হিসেবে ক্রিকেটের প্রতিনিধিত্ব করেছেন শহীদ আফ্রিদি। তবে বর্তমান দলের পারফরম্যান্স নিয়ে কিছুটা হতাশ পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। সাবেক এই পাকিস্তানি অলরাউন্ডার মনে করেন, পাকিস্তানি ক্রিকেটের আক্রমণাত্মক খেলা অনেকটাই ম্লান হয়ে গেছে।
সে কারণেই বর্তমান দলকে নিয়ে শহীদ আফ্রিদি বলেন, ‘আমরা আপাতত দলের খেলোয়াড়দের ফিটনেসের উপর নজর দিচ্ছি। আন্তর্জাতিক ক্রিকেটে মুরগির কলিজা নয়, বরং সিংহের কলিজা নিয়ে খেলা ক্রিকেটাররাই রাজত্ব করে। ভেতর থেকে সাহসী এবং আক্রমণাত্মক ক্রিকেট না খেললে বড় দলের সাথে লড়াই করে টিকতে পারবেন না আপনি।’ ক্রিজে এসেই বোলারদের উপর চড়াও হতেন আফ্রিদি। তার বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে অনেক ম্যাচ জিতেছে পাকিস্তান।
২০০৯ এর টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে বলে আফ্রিদি ছিলেন পাকিস্তানের সেরা পারফরমার। সেমিফাইনাল ও ফাইনালে করেছিলেন হাফসেঞ্চুরি। সেবার শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। তাই আফ্রিদি মনে করেন, টি টোয়েন্টিতে সফলতার মূলমন্ত্র হচ্ছে অ্যাটাকিং মনোভাব।