স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস মহামারির কারণে জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিল করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাই এবছর যারা অষ্টম শ্রেণিতে পড়ছে তাদের সকলকে নিজ নিজ প্রতিষ্ঠানে মূল্যায়ন পরীক্ষা দিবে নবম শ্রেণিতে উঠতে হবে। মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) এই নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
এর আগে ১ সেপ্টেম্বর বোর্ড থেকে একই ধরণের নির্দেশনা সম্বলিত চিঠি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পাঠানো হয়েছিল। এছাড়াও চলতি বছরের পিইসি পরীক্ষাও বাতিল ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পঞ্চম শ্রেণির ক্ষেত্রে শিক্ষার্থীদের অটো পাসের সার্টিফিকেট প্রদান করা হবে। তবে সার্টিফিকেটে কোনো গ্রেড পয়েন্ট উল্লেখিত থাকবে না, শুধু উত্তীর্ণ কথাটি লেখা থাকবে।