স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৪৭৫৯ জনে। ওদিকে, চীনের সরকারি হিসেব অনুযায়ী করোনায় মৃতের সংখ্যা ৪৭৩৪ অর্থাৎ, মৃতের সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান এখন চীনের উপরে।
এছাড়াও আজ নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৮১২ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৩৩২ জনে। ওদিকে গেল একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫১২ জন, মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ১২.৭৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭১.৬৬ শতাংশ ও শনাক্ত বিবেচনায় মৃতের হার ১.৪০ শতাংশ।