স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে দিলে দলের কি লাভ ক্ষতি হবে সেব্যাপারে আলোচনার শেষ নেই। কেউ বলছেন মেসির বার্সাতেই থেকে যাওয়া উচিত, তো আবার কেউ বলছেন মেসিবিহীন ক্লাবই এখন মঙ্গলজনক। তবে মিসরের সাবেক খেলোয়াড় আহমেদ হোসাম মিডোর ধারণা, মেসি যদি বার্সেলোনায় থেকে যান তবে সমস্যায় পড়বেন বার্সার নতুন কোচ রোনাল্ড কোম্যান। মিডো কোম্যানের প্রশংসা করে বলেন, আমি যাদের অধীনে খেলেছি, তাদের মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে সেরা ম্যানেজার কোম্যান। তবে আমি মনে করি মেসির সাথে কোম্যানের মানিয়ে নিতে কষ্ট হবে।
ওদিকে কোম্যান, বার্সেলোনার দায়িত্ব নেয়ার পরপরই মেসির সাথে সম্পর্কের অবনতি ঘটিয়ে ফেলেছেন। তিনি এরই মধ্যে আর্জেন্টাইন সুপারস্টারকে সাফ জানিয়ে দিয়েছেন, ‘এখন থেকে সে(মেসি) বাড়তি কোনো সুবিধা পাবেন না।’
ফলে শেষ পর্যন্ত যদি মেসি বার্সেলোনাতে থেকেই যান, সেক্ষেত্রে কোচের সঙ্গে তার দূরত্ব তৈরি হবে। এই দূরত্ব টিম প্ল্যানিং এর উপর প্রভাব ফেলবে। মিডো বলেন, মেসি বার্সায় থাকলে কোম্যান নিজের মত সাজাতে পারবেন না। তার অধীনে খেলার সুবাদে এই ব্যাপারটি আমি ভালই জানি। স্পষ্টভাষী খেলোয়াড়দের সাধারণত দলে চাননা কোম্যান।
সাবেক আয়াক্স খেলোয়াড় মিডো আরও যোগ করেন, জ্লাতান ইব্রাহিমোভিচ আয়াক্সে খেলার সময়ও এমন সমস্যায় পড়েছিলেন কোম্যান। ইব্রাকে নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি।