স্টাফ রিপোর্টার : কমছে জনপ্রতিনিধিদের ছুটি, মেয়াদের ৩ মাস আগেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটি নির্বাচন। এমন কিছু বিষয় থাকছে এবারের স্থানীয় সরকার আইন, ২০২০-এ। এই আইনের খসড়া তৈরি এরই মধ্যে শেষ হয়ে গেছে। নীতিগত অনুমোদন পেলে এবং আইনটি পাস হলে নির্বাচনের মেয়াদ ৩ মাস এগিয়ে দেয়া হবে। এছাড়াও শপথ নেয়ার ১৫ কার্যদিবসের মধ্যে দায়িত্ব বুঝে নিতে হবে জনপ্রতিনিধিদের।
উল্লেখ্য, আগে নির্বাচন মেয়াদের ৬ মাস আগে অনুষ্ঠিত হতো। এছাড়াও শপথ গ্রহণের পর দায়িত্ব বুঝে নিতে অনেক দিন পেরিয়ে যেতো। কিন্তু আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে মন্ত্রীসভার ভার্চুয়াল মিটিং-এ স্থানীয় সরকার আইন, ২০২০ এর অনুমোদন দেয়ার ফলে নতুন আইনটি কার্যকর হলে এই কালক্ষেপণ কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
উক্ত বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, নতুন আইন অনুসারে জনপ্রতিনিধিদের বছরে ৩ মাসের ছুটি কমিয়ে ১ মাস করা হবে।