বিনোদন ডেস্ক : নতুন বছরের প্রথম দিন উপলক্ষে মেয়েকে নিয়ে পার্টি করেছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর সেই পার্টিতেই যোগ দিতে দেখা গেল সৃজিত মুখার্জী এবং রাফিয়াত রশিদ মিথিলা জুটিকে। মায়ের সঙ্গে পার্টি করেছেন বাংলাদেশি গায়ক এবং অভিনেতা তাহসান-মিথিলা কন্যা আইরা’ও।
রাজ-শুভশ্রীদের পার্টির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। পাশাপাশি এই জুটির প্রতি অবিরাম ভালোবাসার বহিপ্রকাশ ঘটান তাদের সমর্থকরা।
ওই পার্টিতে কাঞ্চন মল্লিক, অরিজিৎ দত্ত, ফলক রশিদ, রুদ্রনীল ঘোষসহ আরও অনেক তারকারা উপস্থিত ছিলেন।