স্টাফ রিপোর্টার : চলমান করোনাভাইরাস পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটায় করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ১৮ দফা নির্দেশনা প্রকাশ করেছিল সরকার। এবার সংক্রমণ রোধে এবং সামাজিক দূরত্ব নিশ্চিতে মোটরসাইকেল রাইড শেয়ারিংয়ে নিষেধাজ্ঞা প্রদান করেছে বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন)। নিষেধাজ্ঞায় বলা হয়, পরবর্তী নির্দেশনা প্রদান করার আগ পর্যন্ত আগামী ২ সপ্তাহ মোটরসাইকেল রাইডিং শেয়ার নিষিদ্ধ করা হলো।
আজ বুধবার (৩১ মার্চ) বিআরটিএ’র উপপরিচালক বিমলেন্দু চাকমা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বিধি-নিষেধ আরোপিত হয়।
চলতি বছরের মার্চ থেকেই দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় পরিবহন খাত থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সকল ক্ষেত্রে সব ধরণের জনসমাগম নিষিদ্ধ করার পাশাপাশি গণপরিবহনের ক্ষেত্রে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নেওয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সংক্রমণের উচ্চ ঝুঁকির এলাকায় আন্তঃজেলা যান চলাচল সীমিত করা ও প্রয়োজনে বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।