স্টাফ রিপোর্টার : ঢাকার মোহাম্মদপুরে বাবর রোডের বিহারী পট্টিতে অবস্থিত এক বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। উক্ত বস্তিটি জহুরি মহল্লার পাশে অবস্থিত বলে জানা গেছে।
আজ মঙ্গলবার বিকাল ৪টা ১৬মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
অগ্নিকান্ডের ব্যাপারে দমকল বাহিনীর সদর দপ্তরের অপারেটর সাংবাদিকদের জানান, বাবর রোডের বিহারি পট্টির বস্তিতে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন লাগার কারণ এবং হতাহত অথবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।