স্পোর্টস ডেস্ক : শেষ ২০ বছর ধরে ফুটবল ক্লাব বার্সেলোনায় খেলছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। তবে বার্সার সাথে গভীর সম্পর্কের ইতি টেনেই ফেললেন তিনি। চুক্তি বাতিল করে নতুন ঠিকানা খুঁজতে চাইছেন মেসি, আর তা নিয়ে বিশ্বের বড় বড় ক্লাবগুলোর মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা।
মেসিকে দলে ভেড়ানোর দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজি, ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান এবং ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। কিন্তু মেসির ইচ্ছা তিনি ম্যানসিটিতে খেলবেন, এমন তথ্য জানিয়েছেন তার বাবা জর্জ মেসি। খবর লা ইকুইপের
ফ্রান্সের এই সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, মেসির বাবা পিএসজি স্পোর্টস ডিরেক্টর লিওনার্দোর প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেছেন, মেসি এরই মধ্যে ম্যানচেস্টার সিটিকে বেছে নিয়েছে।