স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের কেওয়াটখালী এলাকায় ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ট্রান্সফর্মারে আগুন লেগে গেছে। এতে করে ময়মনসিংহ বিভাগের ৬ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার(৮ সেপ্টেম্বর) দুপুরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ময়মনসিংহের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবুল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমে জানান, শর্ত সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে ফায়ার সার্ভিসের দুইট ইউনিট ১ ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ময়মনসিংহ পিডিবির প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, আগুনের কারণে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার বিদ্যুৎ সরবরাহ আপাতত বন্ধ আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। আগুন লাগার কারণ অনুসন্ধানের জন্য এরই মধ্যে পিজিসিবি একটি তদন্ত দল গঠন করেছে।