স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস মহামারির কারণে পূর্বের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বহুপক্ষীয় গঠনমূলক ব্যবস্থার প্রয়োজনীয়তা বেশি। কারণ কোভিড-১৯ মহামারি আমাদের একটি সত্য অনুধাবন করতে সাহায্য করেছে, সেটি হলো, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকে নিরাপদ নয় ততক্ষণ পর্যন্ত কেউ নিরাপদ নয়।
মঙ্গলবার ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ‘কল ফর অ্যাকশন: ইন সাপোর্ট অব মাল্টিলেটারালিজম’ শীর্ষক এক উচ্চ-পর্যায়ের অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। উক্ত অনুষ্ঠানে শেখ হাসিনা আরো বলেন, কোভিড-১৯ মহামারি আমাদের আরো শিখিয়েছে, বৈশ্বিক সমৃদ্ধি সকলের সম্মিলিত পদক্ষেপ, আন্তর্জাতিক সহযোগিতা ও ঐক্যের মাঝেই নিহিত।
স্পেন সরকারের আয়োজিত এ অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, বিশ্বায়নের পৃথিবীতে গঠনমূলক বহুপক্ষীয়তা কোনো বিকল্প বিষয় নয় বরং এটি নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা এবং মানবজাতির সার্বিক অগ্রগতির একমাত্র উপায়। ইতিহাস প্রমাণ করে যে ঐক্যবদ্ধ প্রয়াস থেকে যে কোনো বিচ্যুতি মানবজাতির জন্য কেবল বিপর্যয়কর প্রভাব বয়ে আনবে। বৈশ্বিক পর্যায়ে বহুপক্ষীয় প্রচেষ্টা না নেয়া হলে বিশ্বব্যাপী পুনরুদ্ধার শুরু হবে না এবং এটি কখনও টেকসই হবে না। এসময় করোনাকালে বাংলাদেশের অর্থনীতির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জীবিকা রক্ষার জন্য সরকার এখন পর্যন্ত দেশে ১৪.১৪ বিলিয়ন ডলার প্রণোদনা বরাদ্দ দিয়েছে।
সময়মত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কারণে মহামারির প্রভাব থাকার পরও বাংলাদেশের জিডিপিতে ৫.২৪ শতাংশ প্রবৃদ্ধি ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বৈষম্য হ্রাস, দারিদ্র্য বিমোচন এবং কার্বন নিঃসরণ কমিয়ে এ গ্রহকে রক্ষা করতে সবাইকে একত্রে কাজ করা এবং তাদের বহুপক্ষীয় প্রচেষ্টা শক্তিশালী করা প্রয়োজন।
উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন প্রধানমন্ত্রী। এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ, স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেছেন।