স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার প্রতিবাদে আজ সন্ধ্যায় আবারও মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে মিছিলটি রাজধানীর কাকরাইল সংলগ্ন কর্ণফুলী গার্ডেন সিটির সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর গিয়ে শেষ হয়। মিছিলে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। এ সময় অবিলম্বে আটক নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবিও জানান তারা।