স্টাফ রিপোর্টার : আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সোহেল রানাকে নিম্ন আদালতের দেওয়া জামিন কেন বাতিল ঘোষণা করা হবে না, সে মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। এর আগে গত ৮ জুন হাইকোর্টের নিয়মিত বেঞ্চ চালু হওয়ার পর এক সপ্তাহ পর্যন্ত সোহেল রানার জামিন স্থগিত করে আদেশ দেন।
আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ জামিন স্থগিতের আদেশ দেন। গত ১৭ মে ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালত রানার জামিন মঞ্জুর করেন। এই জামিন স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করে দুর্নীতি দমন কমিশন(দুদক)। দুদকের করা আবেদনে আদেশ দেন হাইকোর্ট। দুদকের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। রানার পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে পড়ে। এতে ১১৬৫ জন নিহত হন। আহত হন কয়েক হাজার। এ ঘটনার পর সম্পদের হিসাব চেয়ে ২০১৫ সালের ১ এপ্রিল রানা প্লাজার মালিক সোহেল রানাকে নোটিশ দেয় দুদক। এই নোটিশ পেয়ে কারাবন্দী সোহেল রানা জানান যে তিনি সম্পদের হিসাব দাখিল করতে পারবেন না। এরপর অনুসন্ধান শেষে দুদক জ্ঞাত আয় বহিভর্‚তভাবে দুই কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৭৯৩ টাকার সম্পদ অর্জনের অভিযোগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সাভার মডেল থানায় রানার বিরুদ্ধে মামলা করে দুদক।