স্টাফ রিপোর্টার : রাজধানীর রামপুরায় নির্ধারিত স্ট্যান্ডে নামানোকে কেন্দ্র করে তর্কের জেরে এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হত্যা করেছে ওই বাসের হেল্পার। নিহত যাত্রীর বয়স ৩৫ বছরের আশেপাশে। তবে যাত্রীর পরিচয় এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় ঘাতক বাস ভিক্টর পরিবহন আটক করেছে স্থানীয়রা। ঘটনাস্থল এরইমধ্যে পুলিশ পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শী এবং বাসের অন্যান্য যাত্রীদের সূত্রে জানা যায়, আজ বিকাল ৪টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত যাত্রীকে রামপুরা বাজারে নামিয়ে দিতে বললে হেল্পার সামনের স্ট্যান্ডে নামাবে বলে জানায়। এ নিয়ে যাত্রী ও হেল্পারের মধ্যে তর্ক হয়। উলন রোডের সামনে নামতে গেলে হেল্পার ওই যাত্রীকে হঠাৎ করেই মারধর করতে শুরু করে। এসময় ওই যাত্রী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে অন্য যাত্রীরা প্রতিবাদ করে। তখন অন্য যাত্রীকেও মারধর করে বাসের হেল্পার। পরবর্তীতে উক্ত যাত্রীকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেয় হেল্পার।
এসময় বিকট একটি শব্দ হয় বলে বাসের যাত্রীরা জানান। পরে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করে ওই যুবককে ডেলটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাসের অন্যান্য যাত্রী এবং স্থানীয়রা বাসের হেল্পার ও ড্রাইভারকে আটক করলেও স্থানীয় সন্ত্রাসীরা যাত্রীদের কাছ থেকে তাদের ছিনিয়ে নেয়।