স্টাফ রিপোর্টার : সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান খুনের ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া কনস্টেবল টিটু চন্দ্র দাসকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে রায়হান হত্যা মামলার তদন্তকারী সংস্থা পিবিআই সিলেটের আদালতে টিটুকে তুলে একই মামলায় গ্রেপ্তার দেখায়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর মুহিদুল ইসলাম অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক জিয়াদুর রহমান ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
ওদিকে, সাময়িক বরখাস্ত হলেও এতদিন সিলেট পুলিশ লাইন্সেই ছিল টিটু।
প্রসঙ্গত, গত সোমবার(১২ অক্টোবর) সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদ নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ তুলে নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপরই ওই পুলিশ ফাঁড়ির এসআই আকবর হোসেন ভূঁইয়া, তৌহিদসহ চারজনকে বরখাস্ত করা হয় এবং আরও তিনজনকে প্রত্যাহার করা হয়।