স্টাফ রিপোর্টার : বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় ফাঁসির আদেশ হওয়া ৬ আসামি রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্ত নিয়েছে। এরইমধ্যে আপিল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন আসামিদের পরিবার।
ওদিকে, ৬ আসামির মৃত্যুদণ্ডের আদেশ হওয়ার পর থেকেই তাদের কনডেম সেলে রাখা হয়েছে। আসামিদের মধ্যে একমাত্র নারী আসামি আয়েশা সিদ্দিকা মিন্নিকে মহিলা কনডেম সেলে রাখা হয়েছে বলে জানান জেল সুপার।
আয়েশা সিদ্দিকা মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম জানান, রায় ঘোষণার পরপরই আপিলের জন্য সই মোহর চেয়ে আবেদন করা হয়েছে। সই মোহরের অনুলিপি হাতে পেলেই আমরা উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করবো।