স্টাফ রিপোর্টার : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রকল্পের স্থানের কাছাকাছি পদ্মা নদীতে বিশেষ বন্দর স্থাপন সম্পন্ন হয়েছে। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি, জ্বালানি তেলসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী এই বন্দর দিয়ে নির্মাণ স্থানে পৌঁছাবে।
প্রকল্প নির্মাণের সহসভাপতি ও পরিচালক এসজি লাস্তোচোকিন বলেন, রূপপুর প্রকল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সুদূর রাশিয়া থেকে বাংলাদেশের মংলা বন্দরে পৌঁছাবে। সেখান থেকে আরেকটি জাহাজে করে নদীপথে পদ্মায় নির্মিত এই বিশেষ বন্দরে এসে পৌঁছাবে। পারমাণবিক কেন্দ্রের অংশ যেমন, রিয়েক্টর কম্পার্টমেন্টের চুল্লি পাত্র, স্টিম জেনারেটর ইত্যাদি ভারী যন্ত্র এ পথে নির্মাণ স্থলে নেয়া হবে।
উল্লেখ্য, বন্দরটি তৈরি করতে সময় লেগেছে দেড় বছর। আয়তন ১৫০ বাই ৩৫০ মিটার