অনলাইন ডেস্ক : সর্বকালের সব ধরণের রেকর্ড ভেঙে দাম বৃদ্ধিতে সর্বোচ্চ অবস্থানে রয়েছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। এরইমধ্যে এক বিটকয়েনের দাম ৩৫ হাজার ডলারে পৌঁছে গেছে। একইসাথে এই ক্রিপ্টোকারেন্সির মূলধন ৬৫০ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছে গেছে।
মূলত, করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বজুড়ে অর্থনীতিতে ব্যাপক ধ্বস নামে। সে সুবাদে অনেকেই ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে শুরু করেন। করোনাকালীন সময়ে বিটকয়েনে ব্যাপক বিনিয়োগ হওয়ায় সব ধরণের রেকর্ড ভেঙেছে বিটকয়েন, এমনটি ধারণা করা হচ্ছে। গত বছরের মার্চ মাসেই বিটকয়েনের দাম ছিল সাড়ে ৪ হাজার ডলারের কাছাকাছি। এক বছরের মাথায় হঠাৎ করেই এত দাম বৃদ্ধি প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, বিটকয়েনের দাম আরো বাড়বে। রেকর্ড ভাঙ্গা অব্যাহত থাকবে এবং বিটকয়েনের দাম এক লাখ ডলার ছাড়িয়ে যাবে।
প্রসঙ্গত, বিটকয়েনের পাশাপাশি অন্যান্য কারেন্সিগুলোর দামও বৃদ্ধি পেয়েছে। এর মধ্যেই এথার, লাইটকয়েন এবং বিটকয়েন ক্যাশ উল্লেখযোগ্য।