স্পোর্টস ডেস্ক : আইপিএলের ইতিহাসে ২০০ ছক্কার রেকর্ড করলেন ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা। কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গতকাল মাত্র ৫৪ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলে এই রেকর্ডে ভাগ বসালেন রোহিত। ওই ম্যাচে তিনি ছক্কা হাঁকান ৬টি।
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড এখনো ক্যারিবিয় ব্যাটসম্যান ক্রিস গেইলের দখলে। তিনি এখন পর্যন্ত আইপিএলের সব আসর মিলিয়ে ছক্কা হাঁকিয়েছেন ৩২৬টি। দ্বিতীয় অবস্থানে ২১৪টি ছক্কা মেরে অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তার থেকে ২ ছক্কা কম হাঁকিয়ে তৃতীয় অবস্থানে আছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে ভারতের হয়ে ঘরোয়া এবং আন্তর্জাতিক মিলিয়ে সব টি টোয়েন্টি ক্রিকেট ফরম্যাটে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড রোহিতের দখলেই।