স্টাফ রিপোর্টার : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করার যে পরিকল্পনা আমাদের ছিল সেটি প্রয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বাঁধা প্রদান করছে। তবে আমরা মনে করি, ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর করা হলেই সেটি মঙ্গলজনক হবে।
আজ ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথ বলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের মোমেন বলেন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর ক্ষেত্রে বিরোধিতা করছে। বিশেষকরে ইউএনএইচসিআর রোহিঙ্গাদের স্থানান্তরের ব্যাপারে দ্বিমত পোষণ করছে। তবে আমরা জানি রোহিঙ্গারা সেখানে গেলে আরো ভালো থাকবেন।
রোহিঙ্গাদের জীবিকা নির্বাহের বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, রাখাইনে যেভাবে রোহিঙ্গারা জীবিকা নির্বাহ করতো, ভাসানচরে ঠিক একইভাবে জীবিকা নির্বাহ করবে। তাদের বসবাসের জন্য ভাসানচরে বাঁধ নির্মাণ করা হয়েছে। ফলে পানি ওঠার কোনো প্রশ্নই আসে না। ভাসানচর একটি সুন্দর জায়গা। সেখানে গেলে রোহিঙ্গাদের কোনো ধরণের সমস্যাতে পরতে হবে না।