স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসের অ্যান্টিবডি টেস্টের অনুমোদন এখনই দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে করোনা শনাক্তের অ্যান্টিজেন টেস্টের অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কোভিড-১৯ প্রতিরোধে তাইওয়ান এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিলের দেওয়া মেডিকেল আইটেম ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, র্যাপিড টেস্টের অনুমোদনের ব্যাপারে আরও সময় দরকার। তবে আপাতত অ্যান্টিজেন টেস্টের অনুমোদন দেয়া হচ্ছে।
উল্লেখ্য, অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে জানা যায় করোনা থেকে যারা সুস্থ হয়েছেন তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা। আর অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে জানা যায় রোগীর শরীরে এই মুহূর্তে করোনাভাইরাসের উপস্থিতি আছে কিনা। আর খুব অল্প সময়ের মধ্যে এই টেস্টগুলো সম্পন্ন করা হয় বলে এদের বলা হয় র্যাপিড টেস্ট।