অনলাইন ডেস্ক : কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের বাড়ি সিলগালা করে দিয়েছে পৌরসভা কর্মীরা। গতকাল দক্ষিণ মুম্বাইয়ের চম্বালা হিলস এলাকার পেডার রোড সংলগ্ন প্রভুকুঞ্জ বাড়িটি সিলগালা করে দেয় কর্তৃপক্ষ। আর ওই বাড়িতেই থাকেন লতা মঙ্গেশকর। ওই বহুতল ভবনটি অন্তত ৫জন ব্যক্তির দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।
মঙ্গেশকর পরিবারের তরফ থেকে এক বিবৃতিতে জানা গেছে, প্রভুকুঞ্জ বাড়ি সিল করে দেয়ার পর থেকে ভক্ত, সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়দের কাছ থেকে ঘটনার সত্যতার ব্যাপার জানতে চেয়ে অনেক ফোন কল আমরা রিসিভ করেছি। করোনা মহামারির কারণে বিল্ডিং সোসাইটি এবং বিএমসি আগে থেকেই বাড়িটি সিল করে দিয়েছিল কারণ এ বাড়িতে অনেক প্রবীণ নাগরিকের বসবাস রয়েছে। তাই সাবধানতা অবলম্বনের অংশ হিসেবে এ ব্যবস্থা নেয়া হয়েছে। এমনকি এবারের গণেশ উৎসবের আয়োজনও অন্যসব বারের মত জাঁকজমক করে করা হয়নি।
বিবৃতিতে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে বলা হয়, দয়া করে শোনা কথায় কান দিবেন না, আমরা সবাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি। সৃষ্টিকর্তার দয়ায় আমাদের পরিবার সুস্থ রয়েছে।