স্টাফ রিপোর্টার : অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো – এই স্লোগানকে প্রতিপাদ্য ধরে মৌলবাদ, কুশিক্ষা এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে নড়াইলবাসী।
লাখো মোমবাতি জ্বেলে শহরের কুরিরডোব মাঠে ভাষা শহীদদের স্মরণ করলেন তারা। সেই সাথে ভাষা দিবসের ৭০তম বার্ষিকী কেন্দ্র করে ৭০টি ফানুস উড়ান তারা।
আজ রোববার ২১শে ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুরিরডোব মাঠে জমকালো এই অনুষ্ঠানে লাখো মোমবাতি একসঙ্গে প্রজ্বলন করা হয়।
লাখো মোমবাতি প্রজ্বলিত করে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার নামে অনুষ্ঠানটি উৎসর্গ করেন।
এ সময় ‘আমার ভায়ের রক্ত রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের মধ্য দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের গণসংগীত শুরু হয়। নান্দনিক এ অনুষ্ঠানটি হাজার হাজার দর্শক উপভোগ করেন।
প্রসঙ্গত, ১৯৯৮ সালের ২১শে ফেব্রুয়ারি থেকে প্রতিবছর নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে এই ব্যতিক্রমী অনুষ্ঠানটি পরিচালনা করা হচ্ছিল।