আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ায় যুদ্ধরত দুই পক্ষের মধ্যে স্থায়ী শান্তিচুক্তি সম্পন্ন হয়েছে। এতে করে পুরো লিবিয়ায় যুদ্ধবিরতি কার্যকরও হয়েছে। লিবিয়ায় জাতিসংঘের মিশনের ফেসবুক পেজ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। এতে একটি ভিডিও প্রকাশ করা হয়। তাতে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর উৎসব দেখা যায়।
আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, লিবিয়ায় যুদ্ধরত উভয় পক্ষের সামরিক প্রধানরা আলোচনার মধ্য দিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। একে ঐতিহাসিক চুক্তি হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ। এরফলে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলা দেশটিতে শান্তির সম্ভাবনা দেখা যাচ্ছে।
এই শান্তিচুক্তিতে মধ্যস্ততা করেছেন জাতিসংঘের দূত স্টিফেন টুরকো উইলিয়ামস। এতে স্বাক্ষর করেছে খলিফা হাফতারের বাহিনী এলএনএ এবং ত্রিপোলিভিত্তিক সরকার জিএনএ। ক্ষমতার প্রক্রিয়া কেমন হবে তা নিয়ে আলোচনা করতে আগামী মাসে তিউনিশিয়ায় বসবে দুইপক্ষ।
যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনও পর্যন্ত জাতীয় পর্যায়ে যুদ্ধবিরতির প্রভাব লক্ষ্য করা যায়নি। তবে দুই পক্ষের মধ্যকার যুদ্ধ বন্ধ রয়েছে। তবে পুরোপুরি শান্তিকালীন সময়ের মতো অবস্থায় পৌঁছাতে সময় লাগবে এমন ধারণা করা হচ্ছে।