স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস শনাক্তে আগামী শনিবার থেকে দেশে অ্যান্টিজেন পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে। আপাতত দেশের ১০টি জেলায় অ্যান্টিজেন টেস্টের অনুমতি দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় আড়াই মাস আগে কোভিড-১৯ শনাক্তে অ্যান্টিজেন টেস্টের অনুমোদন দেওয়া হয়। আড়াই মাস পর অবশেষে এই পরীক্ষা করার অনুমতি পেয়েছে ১০টি জেলা।
প্রাথমিকভাবে যেসব জেলায় অ্যান্টিজেন পরীক্ষা হবে সেগুলো হল: গাইবান্ধা, মুন্সীগঞ্জ, পঞ্চগড়, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মেহেরপুর, সিলেট, জয়পুরহাট ও পটুয়াখালী।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ বিষয়ে সাংবাদিকদের জানান, অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে কোভিড শনাক্তের জন্য এরইমধ্যে ৩০ জন ডাক্তার, মেডিকেল টেকনোলজিস্টসহ স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরশুদিন(শনিবার) থেকে এই প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে অন্যান্য জেলায় এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। দশটি জেলার অভিজ্ঞতা নিয়ে আমরা পরে আরও দশটি জেলায় টেস্ট শুরু করব। এভাবে ধাপে ধাপে সারা দেশে অ্যান্টিজেন টেস্ট শুরু হবে। যেসব জেলায় আরটি-পিসিআর পরীক্ষার ব্যবস্থা নেই, মূলত সেসব জেলায় অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা নেয়া হয়েছে।