আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি ইতালির একটি ছোট্ট শহর নরটস-এর(nortosce)। সে শহরের বাসিন্দা মাত্র দুইজন, জিওভান্নি ক্যারিলি (৮২) এবং জিম্পিয়েরো নোবিলি (৭৪) নামের দুই ব্যক্তির বসবাস ওই শহরটিতে। কিন্তু তবুও তারা মেনে চলছেন কোভিড-১৯ এর সকল বিধি-নিষেধ।
সিএনএন এর এক প্রতিবেদনে জানানো হয়, ওই শহরে তাদের কোনো প্রতিবেশীও নেই। তবুও তারা কোনো ঝুঁকি নিতে চাননা। শহরটি ইতালির পেরুজা প্রদেশের উম্বরিয়াতে অবস্থিত। তবে এই শহরটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এটি প্রায় ৮৬০ মিটার উঁচুতে অবস্থিত। সেখানে যাওয়া এবং আসাও বেশ দূরহ ব্যাপার। এত উচ্চতা সত্বেও সেখানে মাস্ক পড়েন ক্যারিলি এবং নোবিলিও।
ক্যারিলি সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, কোভিড-১৯ থেকে মৃত্যুর সম্ভাবনা আছে। আমি যদি অসুস্থ হয়ে পড়ি কে দেখাশোনা করবে? আমার বয়স হয়েছে, ভেড়া, গরু, মৌমাছি আর বাগানের যত্ন নিতেই ভালো লাগে। এখানে আমি আমার জীবনটা খুব ভালোভাবেই কাটাচ্ছি।