স্টাফ রিপোর্টার : দেশব্যাপী অব্যাহত ধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল করেছে ধর্ষণবিরোধী আন্দোলনকারী। মঙ্গলবার সন্ধ্যা ৭টার সময় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে এ মিছিল শুরু হয়। এসময় মিছিলে ধর্ষণবিরোধী নানা ধরণের স্লোগান দেয়া হয়। একইসঙ্গে মিছিল থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগেরও দাবি জানানো হয়।
ছাত্র ইউনিয়নের নেতারা আগেই জানিয়েছিলেন, মশাল মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে বাটা সিগন্যাল হয়ে আবার শাহবাগের জাতীয় জাদুঘরে ফিরে আসবে। সেখানে পরে ধর্ষণবিরোধী সমাবেশের মধ্য দিয়ে আজকের মত কর্মসূচী শেষ করেন ছাত্র ইউনিয়নের নেতারা।