স্টাফ রিপোর্টার : করোনা মহামারির কারণে সেশনজট নিরসনসহ আরো ৪ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সরকারি-বেসরকারি সাধারণ মেডিকেল এবং ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার(৮ নভেম্বর) বেলা ১২টার কিছু আগে শাহবাগ মোড়ে শতাধিক শিক্ষার্থী অবস্থান নেন। এতে শাহবাগ মোড় পুরোপুরি অবরুদ্ধ হয়ে পরেছে। বন্ধ হয়ে গেছে যান চলাচল।
করোনাভাইরাস মহামারীর মধ্যে প্রফ পরীক্ষা না নেয়া, সেশনজট নিরসন করে যথাসময়ে কোর্স সম্পন্ন করার ব্যবস্থা, বেসরকারি মেডিকেল কলেজে ৬০ মাসের বেশি বেতন না নেয়া ও মহামারীর সময় পরীক্ষা দিতে গিয়ে আক্রান্ত হলে দায়ভার কর্তৃপক্ষকে নেয়ায় দাবি জানিয়ে আসছেন মেডিকেল শিক্ষার্থীরা। এসব দাবিতেই শাহবাগে কর্মসূচি পালন করছেন তারা।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের আন্দোলনে নামার কারণ হিসেবে বলা হচ্ছে, গত ২৮ অক্টোবর স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজের (এমবিবিএস ও বিডিএস কোর্স) দ্বিতীয় ও তৃতীয় বর্ষ এবং পর্যায়ক্রমে প্রথম ও শেষ পর্ষের পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে নির্ধারণ করে দেয়া হয়। অথচ কোভিড-১৯ এর কারণে গত ৮ মাস ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, করোনা ঝুঁকির মাঝে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষকে দায় নিতে হবে। পরীক্ষা দিতে গিয়ে কোনো শিক্ষার্থী যদি করোনায় আক্রান্ত হয়, তবে তার অন্যান্য পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়বে। এতে করে ওই শিক্ষার্থী অন্যান্য দের তুলনায় পিছিয়ে পরবেন। তাই পরীক্ষা দিতে গিয়ে কেউ যদি করোনায় আক্রান্ত হন তবে তার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।