অনলাইন ডেস্ক : করোনাভাইরাস মহামারির মধ্যে স্কুল কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে কিনা সে ব্যাপারে দুই একদিনের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সোমবার(৯ নভেম্বর) মন্ত্রীসভার এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সাংবাদিকদের সচিব জানান, আগামী ১৪ই নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছিল। তবে এরপর আরো ছুটি বাড়ানো হবে কিনা, সেটি আপনাদের শিক্ষা মন্ত্রণালয় জানাবে। কাল বা পরশুর মধ্যেই শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দিবে।
প্রধানমন্ত্রীর মন্তব্যের ব্যাপারে জানতে চাওয়া হলে সচিব বলেন, খুলনা ডিভিশন থেকে একটা স্ট্রং অ্যাকশন (মোবাইল কোর্ট পরিচালনা) নেওয়া হচ্ছে, আমরাও চারদিকে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছি। প্রধানমন্ত্রীও এগ্রি করছেন, গুড এপ্রিশিয়েট করেছেন। কিছু স্ট্রিক ভিউতে যেতে হবে। এখন পর্যন্ত আমরা কম্ফোর্টেবল জোনের মধ্যে আছি। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে একটু বেশি করে প্রচার করবেন যাতে সবাই গুরুত্ব দেয়।
এসময় ভার্চুয়াল মন্ত্রীসভা বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং অন্যান্য মন্ত্রীরা সচিবালয় প্রান্ত থেকে যোগ দেন।