স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিকেল হাসপাতাল সংলগ্ন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন প্রেস ব্রিফিংয়ে বলেছেন, নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় আমাদের এখানে ৩৭ জন ভর্তি আছেন। তাদের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে। তবে আহত বাকি ১৩ জনের অবস্থাই আশঙ্কাজনক। প্রত্যেক রোগীর শ্বাসনালী পুড়ে যাওয়ায় বাঁচানো কঠিন হয়ে পড়েছে।
মৃত ২৪ জনের সম্বন্ধে ডা. সামন্ত লাল বলেন, বিস্ফোরণের পর তারা দ্রুত মসজিদ থেকে বেরোতে পারেননি। ফলে তাদের শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা যাওয়া প্রত্যেকের শরীরের ৮০ থেকে ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল।