স্পোর্টস ডেস্ক : চলছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। সে কারণেই শ্রীলঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দলের সফর করার কথা রয়েছে। কিন্তু করোনার কারণে কঠিন শর্ত বেঁধে দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। মহামারি রুখতে পদক্ষেপের অংশ হিসেবে শ্রীলঙ্কায় গিয়ে খেলোয়াড় এবং স্টাফরা সকলেই ১৪ দিনের কোয়ারেন্টাইন মানবেন সেটি স্বাভাবিক স্বাস্থ্যবিধি। কিন্তু লঙ্কান বোর্ড ১৪ দিনের কোয়ারেন্টাইনের পাশাপাশি কোয়ারেন্টাইন চলাকালীন সময়ে বাংলাদেশের কোনো খেলোয়াড়কে অনুশীলন করতে দিবে না। এমনকি খেলোয়াড়রা কেউ তাদের ঘরের বাইরে খাবারের জন্যও বেরুতে পারবেন না।
এ বিষয়ে এক সংবাদ সম্মেলন করে বিসিবি। ওই সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন বলেছেন, শ্রীলঙ্কার এতো কঠিন শর্তে খেলতে রাজি নয় বাংলাদেশ। চিঠি দিয়ে তাদের এ ব্যাপারে অবহিত করা হয়েছে। এখন লঙ্কান ক্রিকেট বোর্ডের জবাবের অপেক্ষায় আছি আমরা।
উল্লেখ্য, সামনের ২৩ অক্টোবর থেকে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবার কথা রয়েছে।