স্টাফ রিপোর্টার : হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়েছে। এর আগে বিকেল নাগাদ চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালের আইসিইউ থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় এনে আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।
চমেক হাসপাতালের চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন, আল্লামা শফীর অবস্থা আশংকাজনক। তার হৃদপিণ্ডে সমস্যার পাশাপাশি ফুসফুসেও পানি জমেছে। শ্বাসকষ্টও বেড়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার প্রস্তাব করেন তারা।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই উত্তাল হাটহাজারি মাদ্রাসা। নানা দাবিতে মাদ্রাসার ছাত্রদের আন্দোলন চলমান আছে। এই আন্দোলন চলাকালীন সময়েই আল্লামা শফী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করার জন্য অ্যাম্বুলেন্স ডেকে আনা হয়। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সটি তাকে নিয়ে যেতে এলেও মাদ্রাসার প্রধান গেটের সামনে অ্যাম্বুলেন্সটি আটকে রেখেছিল আন্দোলনরত শিক্ষার্থীরা।