স্পোর্টস ডেস্ক : শেষবার জাতীয় দলের জার্সিতে ক্রিকেট খেলেছিলেন ২০১২ সালে। ওদিকে এক বছরের বেশি সময় ধরে খেলছেন না ঘরোয়া ক্রিকেটও। আর এবার সেসব মিলিয়ে অবসরের সিদ্ধান্ত নিলেন ভারত জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ইউসুফ পাঠান। বমিলিয়ে ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি। এক টুইটার পোস্টের মাধ্যমে অবসরের ঘোষণা দেন ইউসুফ।
শুক্রবার টুইটারে এক টুইট বার্তায় ইউসুফ লিখেন, ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার সময় এসেছে। আমি আনুষ্ঠানিকভাবে সবধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। আমার পরিবার, বন্ধু, অনুরাগী, দল, কোচ এবং গোটা দেশকে ধন্যবাদ জানাতে চাই আমাকে হৃদয় দিয়ে সমর্থন করার জন্য এবং ভালবাসার জন্য।
২০০৭ সালের টি টোয়েন্টি এবং ২০১১ সালে ভারতকে ওয়ানডে বিশ্বকাপ জেতাতে অসামান্য অবদান রেখেছিলেন ইউসুফ পাঠান। জাতীয় দলের হয়ে ৫৭টি ওয়ানডে এবং ২২টি টি টোয়েন্টি খেলেছেন তিনি। এছাড়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালসের হয়ে অনেক ম্যাচ খেলেছেন তিনি।