স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার(২১ অক্টোবর) হাতিরঝিল থানার ওসি আবদুর রশিদ গণমাধ্যমে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তবে তাকে ঠিক কখন গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারে এখনও পর্যন্ত জানা যায়নি।
ফেডারেল ইউনিয়নের একাংশের মহাসচিব মোহাম্মদ আবদুল্লাহ তার ফেসবুক টাইমলাইনে রুহুল আমিন গাজীর গ্রেপ্তারের ব্যাপারটি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি উল্লেখ করেন, রুহুল আমিন গাজী ভাইকে সংগ্রাম অফিস থেকে হাতিরঝিল থানা পুলিশ নিয়ে গেছে। তিনি ছাড়াও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি কাদের গনি চৌধুরীও এক ফেসবুক পোস্টের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।