স্টাফ রিপোর্টার : করোনা শনাক্তের পরীক্ষা নিয়ে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হওয়া জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী এনআইডি নিয়েও জালিয়াতি করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। তিনি মিথ্যা তথ্য দিয়ে দুটি জাতীয় পরিচয়পত্র বানিয়ে নিয়েছিলেন। দুইটি কার্ডে স্বামীর নাম দুইরকম। এই ব্যাপারে ইতোমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে দুদক।
শুধুমাত্র স্বামীর নাম নয়, কার্ড দুটিতে ডা. সাবরিনার অনেক তথ্যের গড়মিল রয়েছে বলে জানা গেছে, একটি কার্ডে মায়ের নাম কিশোয়ারা জেসমিন, তো অপর কার্ডে জেসমিন হুসেইন। একটি কার্ডে স্বামীর নাম আর এইচ হক, অপর কার্ডে আরিফুল চৌধুরী। একটি কার্ডে তার জন্মসাল দেয়া ১৯৭৮ সাল, অপরটিতে ১৯৮৩। এছাড়াও স্থায়ী ও বর্তমান ঠিকানার পরিবর্তনসহ পেশার ক্ষেত্রেও জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে।
এ ব্যাপারে নির্বাচন কমিশনের তথ্য ভান্ডার বলছে, সাবরিনা প্রথম এনআইডিটি নিয়েছেন ২০১৬তে। আর পরেরটি নতুন ভোটার তালিকায় পাওয়া গেছে। তবে দুইটি কার্ডের স্বাক্ষর একইরকম।