স্টাফ রিপোর্টার : আগামী সোমবার থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার(৩ সেপ্টেম্বর) সকাল থেকে পরবর্তী একদিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহীর কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে।
এসময় দেশে দিনের গড় তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দেয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে মৌসুমি বায়ুর অবস্থান সম্পর্কে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার ও বাংলাদেশের মদ্ধাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত আছে। আর এই মৌসুমি বায়ুর একটি বর্ধিতাংশ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। তাই বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। তবে মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরের কাছে দুর্বল অবস্থায় বিরাজ করছে, তাই দেশের সমুদ্রবন্দরগুলোকে কোনো সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়নি।